সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণে হাকিমপুরের ইউএনও

এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণে হাকিমপুরের ইউএনও

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
হাড় কাঁপানো শীতে কাঁপছে উত্তরাঞ্চল, তখন দিনাজপুরের হিলিতে গভীররাতে উপজেলার ৮টি কওমী হাফিজিয়া মাদ্রাসার এতিমখানার শীতার্ত এতিম শিক্ষার্থীদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়ালেন ইউএনও আব্দুল রাফিউল আলম।

কনকনে শীতকে উপেক্ষা করে বৃহস্পতিবার রাতে হিলির বিভিন্ন এতিমখানায় ঘুরে ঘুরে মেঝেতে ঘুমিয়ে থাকা অসহায় ছাত্রদের গরম কম্বল পরিয়ে দেন।
নিজ উদ্যোগে হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি, সহকর্মী ও সহধর্মিনীকে সাথে নিয়ে ইএনও কম্বল হাতে ছুটে বেরিয়েছেন অসহায়দের দ্বারে দ্বারে।

দামি পোশাক পরেও যেখানে শীতের কাছে হার মানতে হচ্ছে, সেখানে এতিমখানায় ঠান্ডা মেঝেতে কিভাবে অসহায় ছাত্ররা রাত পার করছে। এ তীব্র শীতে অসহায় শীতার্থদের কষ্ট অনুধাবন করে ছুটে চলেছেন তাদের সাহায্য করতে। হাকিমপুর উপজেলার নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, নিজ উদ্যোগে এই শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। ২৮০ জন অসহায় ছাত্রদের মাঝে গরম কম্বল বিতরণ করেছি।

এসময় তিনি সমাজের বিত্তবানদের এই সকল শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান ।

আরও দেখুন

বিজিবি দিবস উপলক্ষ্যে হিলি সীমান্তেবিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা

জানিয়েছে বিজিবি নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,,,,বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৪৯তম দিবস উপলক্ষেদিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় …