রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / এতিমখানায় চাঁদাবাজির সময় ৪ জন ভুয়া সাংবাদিক আটক!

এতিমখানায় চাঁদাবাজির সময় ৪ জন ভুয়া সাংবাদিক আটক!

নিজস্ব প্রতিবেদক,নলডাঙ্গা:

নাটোরের নলডাঙ্গায় চাঁদাবাজি করার সময় ৪জন ভুয়া সাংবাদিককে আটক করছে,নলডাঙ্গা থানা পুলিশ। এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়,তারা সাংবাদিক পরিচয়ে বিভিন্ন সময় খাজুরা গৌরীপুর নূরানী এতিমখানা ও মাদ্রাসা থেকে ২ লক্ষ ২৫ হাজার টাকা চাঁদা নেয়। মঙ্গলবার(২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার খাজুরা ইউনিয়নের গৌরীপুর নূরানী এতিমখানা ও মাদ্রাসায় আবার সাংবাদিক পরিচয়ে প্রধান শিক্ষক মোঃ রোকনুজ্জামান ও সভাপতির কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে ৪ জন ২৫ হাজার টাকা চাঁদা দাবি করলে স্থানীয় এলাকাবাসি ও মাদ্রাসার শিক্ষার্থীরা,একটি লাল রংয়ের এক্স ফিল্ডার প্রাইভেট কার,একটি ক্যানন ডিএসআরএল ক্যামেরা,একটি ট্রাইপয়েড, একটি বুম এবং বিভিন্ন পত্রিকার আইডিকার্ডসহ তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা গাজিপুরের মোঃ সাঈদ সরকারের ছেলে মোঃ হেলাল সরকার জয়(২৮), ময়মনসিংহের মোঃ ইমান আলীর ছেলে মোঃ লিমন হোসেন(২৭),বগুড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে ইউনুস আলী(২৭),শেরপুরের মৃত শাহিন মিয়ার ছেলে শিহাব মিয়া(২৫) এ ঘটনায় খাজুরা গৌরীপুর নূরানী এতিমখানা ও মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ রোকনুজ্জামান বাদী হয়ে তাদের নামে নলডাঙ্গায় থানায় একটি মামলা দায়ের করেন। এতিমখানা ও মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ রোকনুজ্জামান বলেন,তারা এর আগেও সাবেক সুপারের কাছে এসে চাঁদা দাবি করে টাকা নিতো। আমি দ্বায়িত্ব পাবার পরে আমার কাছে আবার টাকা চায়। তখন আমি সভাপতির কাছে পাঠাই,এলাকার মানুষ তাদেরকে ভুয়া সনাক্ত করে,পুলিশের হাতে সোপর্দ করে। খাজুরা ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুল ইসলাম জানান, গৌরীপুর নূরানী এতিমখানা ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সভাপতির কাছে তারা চাঁদা দাবি করলে গ্রামবাসি তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান বলেন, একটি লাল প্রাইভেট কার নিয়ে ৪জন ব্যক্তি খাজুরা ইউনিয়নের একটি এতিমখানা-মাদ্রাসায় যায় এবং ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে। তখন মাদ্রাসার প্রধান শিক্ষক পুলিশে খবর দেয় এবং মাদ্রাসার প্রধান শিক্ষক একটি লিখিত অভিযোগ দেয়, অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহনের প্রক্রিয়া চলছে,পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …