শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / এগারো কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত: বিরামপুর ইসলামী ব্যাংক লকডাউন

এগারো কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত: বিরামপুর ইসলামী ব্যাংক লকডাউন

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের বিরামপুরে ইসলামী ব্যাংকের এগারো কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ায় আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় ব্যাংকটিকে লকডাউন ঘোষণ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী উপস্থিত ছিলেন।

ওই ব্যাংকের কর্মকর্তরা জানান, গত ২৫ জুন ৩ জন কর্মকর্তা ও দুইজন কর্মচারী প্রথম করোনা শনাক্ত হন। আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকে। গতকাল বুধবার আরো ৩জন কর্মকর্তা ও ৩জন কর্মচারী করোনা শনাক্ত হয়। এই অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃহস্পতিবার দুপুর ৩টায় ব্যাংকে এসে ১৪ দিনের জন্য ব্যাংকটি লকডাউন ঘোষণা করেন।

অভিযোগ উঠেছে, প্রথম আক্রান্তরা নমুনা দেয়ার পরও ব্যাংকে কাজ করেছেন। রিপোর্ট পজিটিভ জানার পর তাদের হোম আইসোলেশনে পাঠানো হয়। পরবর্তীতে এদের সংস্পর্শেই অপর ৬জন আক্রান্ত হয়েছে বলে সবার ধারণা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার ব্যাংক লকডাউনের বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীর নমুনা পরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফলের উপর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আরও দেখুন

বাজার পরিদর্শনে দিনাজপুর জেলা প্রশাসক।আমদানি রফতানি কারকদের সাথে মতবিনিময়।

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,দিনাজপুরেরর হিলি বাজার পরিদর্শন করেছেন দিনাজপুর জেলারনবনিযুক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম।আজ সকাল …