নিজস্ব প্রতিবেদকঃ
করোনা পরিস্থিতিতেও আপনার কোথাও না কোথাও কোন না কোন প্রয়োজনে যাতায়াত করতেই হয়। তাই আপনাকে প্রয়োজনে দিনে কয়েকবার করে বাইরে যেতে হচ্ছে। এখন থেকে আপনার এই যাতায়াতের প্রয়োজনীয়তা জানিয়ে স্থানীয় পুলিশের অনুমতি বা পাস নিয়ে যাতায়াত করতে হবে। বাংলাদেশ পুলিশ একে বলছে ‘মুভমেন্ট পাস’। এই ‘মুভমেন্ট পাস’ পাওয়ার জন্য আপনাকে একটা ফরম পূরণ করতে হবে। ফরমটি পাওয়া যাবে https://movementpass.police.gov.bd/ এই ওয়েবসাইটে। এমন তথ্য জানিয়ে বুধবার নাটোর জেলা পুলিশ ফেসবুকে একটি পোস্ট করেছে। পোস্ট টি এখানে উল্লেখ করা হলো-
“জরুরি প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য বাংলাদেশ পুলিশের নতুন সেবা ‘মুভমেন্ট পাস’। আপনার প্রয়োজনীয় তথ্য প্রদান করার পর আপনি শর্ত সাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি পাবেন। আপনাকে প্রতিবার যাতায়াতের জন্য পাস নিতে হবে, একটি পাস একবার ব্যবহারযোগ্য। যাওয়া এবং আসার জন্য আপনাকে দুইটি আলাদা পাসের আবেদন করতে হবে।
আবেদন করতে পারবেন এই ওয়েবসাইট থেকে- https://movementpass.police.gov.bd/ ”
