শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / এখনো খোঁজ মেলেনি ইমান আলীর

এখনো খোঁজ মেলেনি ইমান আলীর


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে সাঁতার দিয়ে নদী পার হতে গিয়ে নিখোঁজ ঈমান আলীর (৫০) এখনো খোঁজ মেলেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহী থেকে আসা ডুবুরিদল তাকে খুঁজে পাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, আজ শুক্রবার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্র নগর ত্রিমোহনের ব্রিজের পাশে চাচকৈড় সাহাপাড়ার নিবাসী ইমান আলী ত্রিমোহনী বীজের পাশ থেকে নৌকা না থাকায় সাঁতার দিয়ে নদী পার হয়ে ওপার তার শ্বশুর বাড়ি মুজিবর এর বাড়িতে যাওয়ার চেষ্টা করেছিলেন। সাঁতরে নদীর মাঝখানে যাওয়ার পর স্রোতে ভেসে যান তিনি। এটা দেখে স্থানীয় লোকজন উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ইমান আলীকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে তার খোঁজ না পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। রাজশাহী থেকে আশা ডুবুরিদল তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …