শুক্রবার , জানুয়ারি ১০ ২০২৫
নীড় পাতা / জাতীয় / এক হাজার কর্মহীন পেল প্রধানমন্ত্রীর উপহার

এক হাজার কর্মহীন পেল প্রধানমন্ত্রীর উপহার

নিউজ ডেস্ক:
বাঞ্ছারামপুরে করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের কর্মহীন হয়ে পড়া এক হাজার অসচ্ছল ও হতদরিদ্রর মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলার বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মণ্ডল প্রমুখ।

আরও দেখুন

গুরুদাসপুরে অগ্নিকান্ডে নিঃস্ব শিক্ষক পরিবারের পাশে ইউএনও

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে অগ্নিকান্ডে বাড়ির আসবাবপত্রসহ সবকিছুপুড়ে নিঃস্ব এক শিক্ষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউএনও …