শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / এক মাসের মধ্যে নাটোর-বগুড়া মহাসড়কের কাজ সমাপ্ত করার হুশিয়ারী দিলেন প্রতিমন্ত্রী পলক

এক মাসের মধ্যে নাটোর-বগুড়া মহাসড়কের কাজ সমাপ্ত করার হুশিয়ারী দিলেন প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক:
নাটোর বগুড়া মহাসড়ক ১ মাসের মধ্যে রাস্তার কাজের অগ্রগতি না হলে ঠিকাদারদের কালো তালিকা করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি। আজ ১৪ ফেব্রুয়ারি সোমবার বেলা এগারোটার দিকে উপজেলার শেরকোল এলাকায় বাস্তবায়নাধীন হাই-টেক পার্ক স্থাপন প্রকল্প ও শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন ও সংশিষ্ট কর্মকর্তা, ফোর লেন রাস্তার প্রকল্প পরিচালক সহ নাটোর জেলাধীন নির্বাহী প্রকৌশলীর সাথে মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি।

বাংলাদেশ হাই-টেক পার্ক ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, পরিকল্প পরিচালক প্রকৌশলী ফজলুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

তিনি অসন্তোষ প্রকাশ করে আরো জানান, রাস্তার অগ্রগতি না হলে সংশ্লিষ্ট ঠিকাদার কে কালো তালিকাভুক্ত করে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। কোনো ভাবেই জনগণের ভোগান্তি মেনে নেয়া যাবে না।

উল্লেখ্য নাটোর-বগুড়া মহাসড়কের কাজ ২০২০ সালের শুরুর দিকে এর নির্মাণ কাজ শুরু হলেও এর ৪০% কাজের অগ্রগতি হয়নি এখনো।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …