নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বাংলাদেশের সামাজিক সম্প্রীতি হাজার বছরের ঐতিহ্য। অনেক সময় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে সামাজিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়। সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে সমাজে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এদিকে সকলকে সজাগ থাকতে হবে। একে অপরের উপর সমান প্রীতির মাধ্যমে সামাজিক সম্প্রতি গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সমাজের সকল দায়িত্বশীল নাগরিককে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সমাজের সকল স্তুরে সামাজিক সম্প্রীতির বিষয়টি পৌছাইতে হবে।
৩১আগস্ট বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির কার্যক্রম বিষয়ে বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন ও আইসিটি) এএনএম মঈনুল ইসলাম। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মো. মাহমুদুন্নবীর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান খান সেলিম, উপজেলা প্রেসকাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওঃ আজিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস প্রমুখ।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, সহকারী কমিশনার(ভূমি) রূপন দাস, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সাহিদ, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, আনোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা দুপ্রকের সভাপতি গাজিউর রহমান সহ সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / একে অপরের উপর সমান প্রীতির মাধ্যমে সামাজিক সম্প্রতি গড়ে তুলতে হবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …