রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জাতীয় / একজন শহীদ জয়তুল্লাহ

একজন শহীদ জয়তুল্লাহ

একজন শহীদ জয়তুল্লাহ – হামিদুর রহমান মিঞা

প্রতিবছরই স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বঙ্গবন্ধুর জন্মদিন, বঙ্গবন্ধু সহ আগষ্টের ভয়াবহ হত্যাকান্ড নিয়ে বিভিন্ন অনুষ্ঠান স্বাড়ম্বরভাবে পালন করে জাতি। কিন্তু স্বাধীনতা ও বিজয় ছিনিয়ে আনতে যারা অকাতরে প্রাণ দিয়েছে তাদের নাম স্থানীয়ভাবে অনেকেই জানিনা।

ত্রিশ লাখ শহীদের মধ্যে সবাই সম্মুখ যুদ্ধে প্রাণ দেয়নি। বিভিন্ন ভাবে স্বাধীনতাকামী বাঙালিকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা করেছে। আবার অনেকে নারীর সম্ভ্রম বাঁচাতে গিয়ে আত্মাহুতি দিয়েছে।

তেমনি একজন দিঘাপতিয়া ইউনিয়নের বারুহাট গ্রামের শহীদ জয়তুল্লাহ্। তিনি নিজের জমিতে গরুর লাঙ্গল দ্বারা চাষ করছিল। পাক বাহিনীর জোয়ানেরা একজন নারীকে নির্যাতনের জন্য ধাওয়া করে। মেয়েটির আর্তনাদে জয়তুল্লাহ হাতে থাকা হাল্যা পান্ঠি নিয়ে আর্মিদের গতিরোধ করে। এদিকে পশুরা কাঁচা মাংশের স্বাদ গ্রহনে বাঁধাপ্রাপ্ত হয়ে জয়তুল্লাহকে গুলী করে হত্যা করে। একজন অকুতোভয় মানবতাবাদী জয়তুল্লাহ মা বোনের ইজ্জত বাঁচাতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিলেন। আমরা যতসব নামীদামী নেতারা ক্ষমতার হালুয়া রুটীতে বিভোর কিন্তু কখনও কি স্থানীয় পর্যায়ে এই সব অখ্যাত জয়তুল্লাহদের আত্মদানের কাহিনী তুলে ধরি?

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …