শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / আন্তর্জাতিক / ঋতুপর্ণ ঘোষের ৭ম মৃত্যু দিবসে রইল তাঁর জীবনের কিছু না দেখা ছবি…

ঋতুপর্ণ ঘোষের ৭ম মৃত্যু দিবসে রইল তাঁর জীবনের কিছু না দেখা ছবি…

নারদ বার্তা ডেস্কঃ
আজ ৩০ মে। এই দিনটি বাংলা সিনেমা জগতের জন্য সবথেকে খারাপ একটি দিন। কারণ এই দিনই সবাইকে ছেড়ে চিরকালের মতো চলে গিয়েছেন বাংলার জনপ্রিয় পরিচালক ঋতুপর্ণ ঘোষ। আজ তাঁর মৃত্যু দিন। তাঁর মৃত্যু দিনে নারদ বার্তা জানাচ্ছে গভীর শ্রদ্ধাঞ্জলি সেই সাথে প্রিয় পাঠকদের জন্য রইলো তাঁর জীবনের কিছু না দেখা ছবি।

টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ঋতুপর্ণ ঘোষের এই ছবি। ‘খেলা’ ছবির শ্যুটিংয়ের সময় তোলা হয়েছিল এই ছবি। প্রসেনজিৎ লিখলেন,’ খেলা খেলা দিয়ে শুরু, খেলতে খেলতে শেষ। অনেক খেলার মাঝে হঠাৎ আমাদের ছেড়ে চলে গেলি আজ ৬ বছর হল। কত ঝগড়া কাজ সব বাকি ছিল। যেখানেই থাকিস ভালো থাকিস।’ (photo source collected)
অভিনেত্রী মিমি চক্রবর্তী একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন,’ ভাল থেকো ঋতুদা’। ছবিটা ‘গানের ওপারে’ সিরিয়ালের শ্যুটিংয়ের সময়ের। নিজে হাতে মিমিকে কাজল পড়িয়ে দিচ্ছেন ঋতুপর্ণ ঘোষ। (photo source collected)
ঋতুপর্ণ ঘোষের সঙ্গে মিমি চক্রবর্তী ও অর্জুন চক্রবর্তী। এই ছবিটাও ‘গানের ওপারে’ সিরিয়ালের সময়ের ছবি। এই ছবিটিও শেয়ার করলেন মিমি চক্রবর্তী। (photo source collected)
ঋতুপর্ণ ঘোষের মৃত্যু বাষির্কীতে ছবি পোস্ট করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। লিখলেন,’ আমার হৃদয়ের সবটুকু শ্রদ্ধা আজ উৎস্বর্গ করছি। ঋতুদা একজন ভার্সাটাইল এবং নতুন ভাবনার মানুষ ছিলেন। ঋতুদার কাজ আমাদের সঙ্গে থাকবে সারাজীবন। আমাদের সব সময় তিনি উৎসাহিত করে যাবেন তাঁর কাজ দিয়ে।’
(photo source collected)
পরিচালক বিরসা দাশগুপ্তও শেয়ার করলেন এই ছবি। তিনি লিখলেন, ‘ঋতুদার মতো জিনিয়াসের কখনও মৃত্যু হতে পারে না। তাঁর কাজ এবং ভালবাসার কোনও তুলনা হতে পারে না। (photo source collected)
পরিচালক সুজয় ঘোষের সঙ্গে আলোচনায় ঋতুপর্ণ ঘোষ। (photo source collected)
‘সানগ্লাস’ ছবির শ্যুটিং-এ আলোচনায় ব্যস্ত ঋতুপর্ণ ঘোষ। সঙ্গে রয়েছেন টোটা রায়চৌধুরি ও কঙ্কনা সেনশর্মা। (photo source collected)
‘চোখের বালি’র সেটে-এ ঐশ্বর্যর সঙ্গে আলোচনায় ঋতুপর্ণ ঘোষ। (photo source collected)
‘চোখের বালি’র সেটে ঐশ্বর্যকে স্ক্রিপ্ট বোঝাচ্ছেন ঋতুপর্ণ। (photo source collected)
‘অন্তরমহল’ ছবিতে অভিষেক বচ্চনকে বোঝাচ্ছেন ঋতুপর্ণ ঘোষ। (photo source collected)
‘দ্য লাস্ট লিয়ার’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে ছবির স্ক্রিপ্ট নিয়ে আলোচনায় ঋতুপর্ণ।
(photo source collected)
‘দ্য লাস্ট লিয়ার’ ছবিতে অর্জুন রামপালের সঙ্গে ঋতুপর্ণ। (photo source collected)
শ্যুটিং সেটে ঐশ্বর্যর সঙ্গে ঋতুপর্ণ ঘোষ। (photo source collected)
‘মেমরিস ইন মার্চ’-এ দীপ্তি নাভালের সঙ্গে ঋতুপর্ণ। (photo source collected)
‘আরেকতি প্রেমের গল্প’ ছবিতে ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে ঋতুপর্ণ ঘোষ। (photo source collected)
‘নৌকাডুবি’ ছবিতে রাইমা সেনের সঙ্গে ঋতুপর্ণ ঘোষ। (photo source collected)
‘চিত্রাঙ্গদা’ ছবিতে ঋতুপর্ণ ঘোষ। (photo source collected)

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …