নারদ বার্তা ডেস্কঃ
আজ ৩০ মে। এই দিনটি বাংলা সিনেমা জগতের জন্য সবথেকে খারাপ একটি দিন। কারণ এই দিনই সবাইকে ছেড়ে চিরকালের মতো চলে গিয়েছেন বাংলার জনপ্রিয় পরিচালক ঋতুপর্ণ ঘোষ। আজ তাঁর মৃত্যু দিন। তাঁর মৃত্যু দিনে নারদ বার্তা জানাচ্ছে গভীর শ্রদ্ধাঞ্জলি সেই সাথে প্রিয় পাঠকদের জন্য রইলো তাঁর জীবনের কিছু না দেখা ছবি।




(photo source collected)







(photo source collected)





