সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / ঋণগ্রস্ত যুবকের বিষপানে আত্মহত্যা যুবকের বিষপানে আত্মহত্যা

ঋণগ্রস্ত যুবকের বিষপানে আত্মহত্যা যুবকের বিষপানে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:
ঋণ শোধ করতে না পেরে সেলিম সরকার (৩৫) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। আজ ২২ মার্চ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নাটোর সদর থানাধীন দিঘাপতিয়া ইউনিয়নের, দিঘাপতিয়া (ঘোষপাড়া)গ্রামে এই ঘটনা ঘটে। মোঃ সেলিম সরকার (৩৫) একই এলাকার মৃত ইউনুস সরকারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক অশান্তি এবং ঋণগ্রস্তের কারণে আজ মঙ্গলবার দুপুরে বিষপান করে সেলিম। এতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অদ্য সোয়া তিনটার দিকে সেলিম সরকার মৃত্যুবরণ করেন। বর্তমানে মৃতদেহটি সদর হাসপাতাল মর্গে রয়েছে মর্মে জানা যায়।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …