নিজস্ব প্রতিবেদক:
উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে নাটোরে পালিত হচ্ছে খ্রিষ্টান ধর্মম্বলীদের সব চেয়ে বড় উৎসব শুভ বড় দিন। এ উপলক্ষ্যে আজ শনিবার জেলার সবচেয়ে বড় ক্যাথলিক চার্চ বনপাড়া সহ জেলার ছোট বড় ১৪ টি গীর্জায় সকালে ঘন্টার ধ্বনি শুনে দলে দলে গীর্জায় আসতে শুরু করে খ্রিষ্টান সম্প্রদায়ের নারী-পুরুষ, শিশু-বৃদ্ধরা। চার্চে স্তুতি ও কীর্তনের মাধ্যমে তারা যিশুকে স্মরণ করেন। পরিবার পরিজন নিয়ে তারা অংশ নেয় বড় দিনের প্রার্থনায়।
বড়দিনকে কেন্দ্র করে গীর্জা গুলোর বাইরে ভিতরে করা হয়েছে আলোক সজ্জা। উৎসব প্রানবন্ত করতে উপসনালয় গুলোতে সংগীত, যিশুর জন্মদৃশ্য প্রদর্শন করা হয়েছে। এছাড়া বড়দিনকে নির্বিঘ্নে টালন করতে জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বনপাড়া চার্চে রাতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ অন্যান্যরা।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …