নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ এবং ডাক্তার ও স্টাফদের আবাসিক ভবনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। আজ ৪ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক’র সভাপতিত্বে উক্ত উদ্বোধন সভায় বিশেষ অতিথি ছিলেন, নাটোর জেলা সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্প্রবাবধায়ক কৌশলী মনিরুজ্জামান মোল্লা ও নির্বাহী প্রকৌশলী ফারুক আহম্মেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু ও সেক্রেটারী মজিবর রহমান,উপজেলা প্রেসক্লাব’র সেক্রেটারী রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ।
এছাড়াও উপজেলার সকল জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দো’য়া ও মোনাজাত পাঠ করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা নূরুজ্জামান।
উল্লেখ্য,৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ হওয়ায় অত্র এলাকার স্বাস্থ্য সেবায় জনবল সংকট দূর হবে। প্যাথলজিক্যাল সকল পরীক্ষা ও সিজার সহ বিভিন্ন অপারেশনের জন্য বিশেষজ্ঞ ডাক্তার মাধ্যমে সেবা এখান থেকে পাওয়া যাবে বলে জানান ডা. আব্দুর রাজ্জাক।
আরও দেখুন
বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …