নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগের দেওয়ালে লাগানো সনি স্মার্ট ৪৯ইঞ্চি টেলিভিশন চুরি হয়ে যাওয়ার ৩দিন পর উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত জয়(২০)নামের একজনকে আটক করা হয়েছে। আটককৃত জয় গুরুদাসপুর পৌরসদরের খামারনাচঁকৈড় মহল্লার দুলাল হোসেনের ছেলে।
গুরুদাসপুর থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে-গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিঃবিভাগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের বরাদ্ধকৃত সনি স্মার্ট ৪৯ইঞ্চি টেলিভিশন গত ২৫নভেম্বর গভীর রাতে ফটকের তালা ভেঙ্গে চুরি হয়। পরদিন সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে বহিঃবিভাগের দায়িত্বপ্রাপ্ত ফ্যার্মাসিষ্ট মকুল হোসেন বিষয়টি গুরুদাসপুর থানায় লিখিতভাবে অভিযোগ করেন। থানার অনুসন্ধান টিম অনুসন্ধানের এক পর্যায়ে গত শনিবার রাতে চুরি হওয়া টেলিভিশনসহ জয়কে তার নিজ বাসা হতে আটক করতে সক্ষম হয়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো.রাজ্জাক জানান,- অভিযোগের প্রেক্ষিতে সরকারী হাসপাতালে চুরি হয়ে যাওয়া সরকারী সনি স্মার্ট ৪৯ইঞ্চি টেলিভিশনসহ ঘটনার সাথে জড়িত জয়কে আটক করা হয়েছে। তার সাথে সম্পৃক্ত সহযোগিদের আটকের চেষ্টা চলছে।
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চুরি যাওয়া স্মার্ট টিভি উদ্ধার! আটক-১
আরও দেখুন
সিংড়ায় বিএনপি নেতার মুক্তির দাবীতে
মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাবেক আহবায়ক ও …