নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।রোববার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় সর্বসম্মতিক্রমে রাজশাহী জেলা উপজেলা চেয়ারম্যান পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি পদে মোহনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক পদে গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে নির্বাচিত করে ২৬ সদস্যর কমিটি গঠন কর হয়।।
এ সময় বক্তারা বলেন, রাজশাহীসহ সারাদেশে উপজেলা পরিষদ রয়েছে। তবে সেই উপজেলা পরিষদ এখন মূলত অকার্যকর। প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সদিচ্ছা থাকলেও কতিপয় কর্মকর্তাদের নেতিবাচক মনোভাবের কারণে উপজেলা পরিষদ কার্যকর হয়নি। আর এই কারণে দেশের উপজেলা পরিষদ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হতে পারছে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হলে উপজেলা পরিষদকে কার্যকর করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন,দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাঘা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু, বিভাগীয় সাধারণ সম্পাদক ও চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, মোহনপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এছাড়া বিভিন্ন উপজেলার নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যানগণ।
নীড় পাতা / উত্তরবঙ্গ / উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হলেন গোদাগাড়ীর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …