শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / উপজেলা নির্বাচনে বাগাতিপাড়ায় ১২ প্রার্থীর মনোনয়ন জমা

উপজেলা নির্বাচনে বাগাতিপাড়ায় ১২ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের  বাগাতিপাড়ায় দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ১২ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
তাদের মধ্যে চেয়ারম্যানপদে পাচ জন, ভাইস চেয়ারম্যান পদে চারজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৪ নং ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম শরিফ, পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসলাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আবুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এএসএম জাহাঙ্গীর হোসেন মানিক, জান্নাতুল ফেরদৌস।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, সাবেক উপজেলা ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আমানুর রহমান, উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবাব আলী, সেলিম রেজা।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন,  মিতা বেগম শিবলী।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর জামানতের টাকাও প্রার্থীরা জমা দিয়েছেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে । তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়ন পত্র  বাছাইয়ের তারিখ ২৩ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪ – ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ০২ মে ও ভোট গ্রহণ হবে ২১ মে।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোহাইমেনা শারমীন  জানান, এবারই প্রথম সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে প্রার্থীরা মনোনয়ন ফরম দাখিল করেছেন। কোন হাতে হাতে ফরম গ্রহণ করা হয় নাই। আগামী ২৯  মে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন কাজ করছে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …