রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / উপজেলায় শীর্ষে কাদিরাবাদ ক্যান্ট পাঃ স্কুল

উপজেলায় শীর্ষে কাদিরাবাদ ক্যান্ট পাঃ স্কুল

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফলে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় জিপিএ ৫ এর ভিত্তিতে শীর্ষে রয়েছে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। বিদ্যালয়টিতে মোট ১১৬ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে এবং জিপিএ ৫ পেয়েছে মোট ১০৮ জন। এছাড়া মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৩১ জন জিপিএ ৫ পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এদিকে উপজেলায় ৩৭ টি বিদ্যালয়ে এক হাজার ৯৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক হাজার ৮২৩ জন এবং মোট জিপিএ ৫ পেয়েছে ৩০৪ জন শিক্ষার্থী। পাসের হার ৯৪ দশমিক ৩। এছাড়াও মাদ্রাসা বোর্ডের অধীনে ৭টি মাদ্রাসা থেকে ১২০ জন দাখিল পরীক্ষার্থীর মধ্যে ৯৩ জন পাস করেছে। পাসের হার ৭৭ দশমিক ৫।

তবে দাখিল পরীক্ষায় এ উপজেলা থেকে একজনও জিপিএ ৫ পায়নি বলে জানিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এদিকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে বাগাতিপাড়া বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট থেকে সর্বোচ্চ ৭ জন জিপিএ ৫ পেয়েছে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …