সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় হিলিতে বর্ণাঢ্য র‌্যালি ও উন্নয়নমেলার উদ্বোধন

উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় হিলিতে বর্ণাঢ্য র‌্যালি ও উন্নয়নমেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, হিলি:
বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় দিনাজপুরের হিলিতে র‌্যালী, আলোচনাসভা ও উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে বাংলাহিলি পাইলট স্কুল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালীটি হিলি স্থলবন্দর প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপনের অংশ হিসাবে ২৭-২৮ মার্চ দুদিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন। মেলায় বিভিন্ন সরকারী দপ্তর ৩৮টি স্টল নিয়ে অংশগ্রহন করেন, স্টলে তাদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম জনগনের সামনে প্রদর্শন করছেন।

পরে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নূর-এ আলমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ, পৌর মেয়র জামিল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। এতে স্থানীয় বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরা হয়, পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …