শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / উত্তরা গণভবন, নাটোর রাজবাড়ি ও গ্রীণ ভ্যালী পার্কসহ দর্শনীয় স্থান বন্ধ ঘোষণা

উত্তরা গণভবন, নাটোর রাজবাড়ি ও গ্রীণ ভ্যালী পার্কসহ দর্শনীয় স্থান বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাস প্রতিরোধে নাটোরের উত্তরা গণভবন, নাটোর রাজাবাড়ি এবং লালপুরের গ্রীন ভ্যালী পার্কসহ দর্শনীয় স্থানসমূহ বন্ধের ঘোষণা দিয়েছে নাটোর জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত এই সকল দর্শনীয় স্থান সকল জনগণের জন্য প্রবেশাধিকার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ-পিএএ নারদ বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, করোনা ভাইরাস প্রতিরোধে পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৩১মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাসভবন উত্তরা গণভবন, নাটোরের রাণীভবানী রাজবাড়ি, লালপুরের গ্রীন ভ্যালী পার্ক বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যেখানে বেশি গণজমায়েত হয় এমন দর্শনীয় স্থানও বন্ধ থাকবে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে দর্শনীয় স্থানগুলো পূণরায় খুলে দেওয়ার নির্দেশ প্রদান করা হবে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …