নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদীঃ
ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক প্রসস্তকরণ কাজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। আজ মঙ্গলবার একনেক সভায় এই প্রকল্পটি অনুমোদন পায়
জানা গেছে, রাজশাহীর বানেশ্বর থেকে সারদা, চারঘাট, বাঘা ও লালপুর হয়ে ঈশ্বরদী (জেড-৬০০৬) পর্যন্ত সড়ক প্রসস্তকরণ করা হবে। জেলা মহাসড়ককে আঞ্চলিক মহাসড়কের মানে উন্নীতকরণ প্রকল্পটি পাস করা হয়েছে।
ফলে রাজশাহী, নাটোর ও পাবনা জেলাসহ এ অঞ্চলের জনসাধারণের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলমের প্রত্যক্ষ হস্তক্ষেপে প্রকল্পটি প্রনয়ন থেকে শুরু করে বাস্তবায়নের জন্য একনেক সভায় পাশ হয়েছে বলে জানা গেছে।