শুক্রবার , মার্চ ২৯ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / ঈশ্বরদী প্রেসক্লাবে বুদ্ধিজীবী দিবসে সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচি

ঈশ্বরদী প্রেসক্লাবে বুদ্ধিজীবী দিবসে সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ঈশ্বরদী প্রেসক্লাবে দিবসটি সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) সকালে প্রেসক্লাব সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন, বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবসের উপর রচনা প্রতিযোগীতা, সন্ধ্যায় আলোক প্রজ্জ্বলন, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ঈশ্বরদী প্রেসক্লাব ও বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ।

এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর মেয়র ইছাহক আলী মালিথা ও উপজেলা নির্বাহী অফিসার পি.এম ইমরুল কায়েস।

সভায় বুদ্ধিজীবীদের স্মৃতিচারণে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ রশিদুল্লাহ, বীরমুক্তিযোদ্ধা আ.ত.ম. শহীদুজ্জামান নাসিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, বীরমুক্তিযোদ্ধা সিরাজ উদ্দীন বিশ্বাস, জেলা জাসদের সাধারণ সম্পাদক রশিদুল আলম বাবু ও শিক্ষক আব্দুর রহমান ।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ফজলুল হক। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।

আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, বীরমুক্তিযোদ্ধা ইসাহক আলী (মরণোত্তর), বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দীন বিশ্বাসকে সম্মাননা স্মারক প্রদান ও রচনা প্রতিযোগীতায় বিজয়ী ক গ্রুপের জারিন তাসনিম, সাদিয়া তাসনিম, রাইয়ান আজাদ ও খ গ্রুপের মুনতাহা আমরিন, জয়িতা সূচি, মেহেদি হাসানের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

এসময় প্রেসক্লাবের সাবেক সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি মাহবুবুল হক দুদু, নির্বাহী সদস্য অধ্যাপক আবুল হাসেম, যুগ্ম সম্পাদক শফিউল আলম বিশ্বাস, সেলিম সরদার, মহিদুল ইসলাম, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি মুরাদ মালিথা, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আজিজুর রহমান চঞ্চল, বঙ্গবন্ধু পরিষদের সদস্যসচিব শহিদুল হক শাহীনসহ- শতাধিক শিক্ষক, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নাটোরে দুই মুরগি বিক্রেতাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : নাটোরের দুই মুরগি বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক …