রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / ঈশ্বরদী প্রেসক্লাবে করোনা সুরক্ষা সামগ্রী উপহার দিলেন ইউএনও

ঈশ্বরদী প্রেসক্লাবে করোনা সুরক্ষা সামগ্রী উপহার দিলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের  করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড সেনেটাইজার উপহার হিসাবে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস।  বৃহস্পতিবার (১৭ জুন) রাতে তিনি প্রেসক্লাবে সুরক্ষা সামগ্রী সাংবাকিদের হাতে তুলে দেন।

এসময় প্রেসক্লাব সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক প্রভাষক আব্দুল বাতেনের সঞ্চালনায় ইউএনও ঈশ্বরদীর করোনা পরিস্থিতি এবং উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে সাংবাদিকদের সাথে প্রাণবন্ত আলোচনা করেন।

পি এম ইমরুল কায়েস বলেন, দেশব্যাপী করোনা ভাইরাসের মহামারি দ্বিতীয় ঢেউ চলছে। যা আমাদের জন্য খুবই বিপদজনক। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগনকে আরো স্বাস্থ্য সচেতন করতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের অপরিসীম ভূমিকা পালন করছেন। করোনা মোকাবেলায় প্রেসক্লাব নেতৃবৃন্দসহ কর্মরত সকল সাংবাদিকদের তিনি ভূয়সী প্রশংসা করেন। 

সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাসেম, সিনিয়র সাংবাদিক এম এ কাদের, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক শেখ মহসীন, কোষাধ্যক্ষ মিশুক প্রধান, সাংগাঠনিক সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আলমাস আলী, ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক আতাউর রহমান বাবলু, কার্যনির্বাহী সদস্য আক্তারুজ্জামান মিরু,সদস্য সিরাজুল ইসলাম লাল্টু,  মাহফুজুর রহমান শিপন প্রমূখ।

তরুণ প্রজন্মের সাংবাদিকদের মধ্যে আসাদুজ্জামান আসিফ, আশরাফুল ইসলাম সবুজ, দেওয়ান সবুজ, আলিফ, খালেদ মাহমুদ সুজন, ফারাবি বিন সাকিব, শিশির মাহমুদ, রাসেল আলী, নওসাদ প্রধান উজ্জল, হাসান ইসলাম প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …