রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈশ্বরদী পৌর নির্বাচনে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, দ্বিধাবিভক্ত বিএনপি জোট

ঈশ্বরদী পৌর নির্বাচনে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, দ্বিধাবিভক্ত বিএনপি জোট

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী (পাবনা):
আগামী ১৬ জানুয়ারী ঈশ্বরদী পৌরসভা নির্বাচন। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনগুলোতে বিপুল ভোটে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ। আগামী পৌরসভা নির্বাচনে বিজয়ী হতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ। পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস এই বার্তা জানিয়েছেন।

এসময় তিনি বলেন, ঈশ্বরদীর আওয়ামী লীগ লৌহ দৃঢ়তায় ঐক্যবদ্ধ। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী মালিথার নৌকার বিজয়ের লক্ষ্যে দলীয় ও অংগ সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুসহ মনোনয়ন প্রত্যাশি সকলেই নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য শীতকে উপেক্ষা করে ভোর থেকে গভীর রাত পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থনা করছেন।

নৌকার বিজয়ের জন্য দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ অবস্থানের কারণে সাধারণ মানুষ স্বস্তিতে রয়েছেন। নৌকার প্রচারণার প্রস্তুতির জন্য কয়েকদিন একের পর এক অনুষ্ঠিত সভায় নেতা-কর্মীদের মধ্যে স্বত:স্ফূর্ততা পরিলক্ষিত হয়েছে।

অন্যদিকে বিএনপি’র প্রার্থী মনোনয়ন নিয়ে দলীয় নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা কমিটির আহব্বায়ক হাবিবুর রহমান হাবিবের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

ঈশ্বরদীতে বিএনপি’র নেতা-কর্মীদের অবস্থান ঘন ঘন পরিবর্তনশীল। নেতা-কর্মীরা কখনও হাবিবের, আবার কখনও সাবেক এমপি সিরাজ সরদারের সাথে। পূর্বের মতো এই দ্বন্দ্রে বহি:প্রকাশ ঘটে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন, সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত সংসদ ও উপজেলা পরিষদের উপনির্বাচনে।

পৌর নির্বাচনেও এই অবস্থা বিরাজ করায় ধানের শীষের প্রার্থী পোষ্টার লাগানোর লোক পাচ্ছেন না। হাবিবুর রহমান হাবিব ঈশ্বরদীর সকল কমিটি অবলুপ্ত করার পর থেকে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। তৃণমূলে পোড় খাওয়া অনেক নেতা-কর্মী থাকলেও পদ-পদবী না থাকায় সকলেই ঘরে বসে মজা দেখছে।

উল্লেখ্য, পৌর বিএনপি’র সাবেক কমিটির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর নেতৃত্বাধীন পৌর এলাকার বৃহৎ অংশটি মেয়র নির্বাচনের জন্য প্রার্থী মনোনীত করলেও হাবিব তাঁর পছন্দের প্রার্থী রফিকুল ইসলাম নয়নের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিতে সহায়তা করায় পিন্টুর লোকজন নির্বাচনের মাঠে নেই।

আওয়ামী লীগে ঐক্যবদ্ধতা ও বিএনপি’র দ্বিধাবিভক্তে নৌকার বিপুল ভোটে জয় হবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …