রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে ইছাহক মালিথা বিজয়ী

ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে ইছাহক মালিথা বিজয়ী

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী (পাবনা):
 ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ইছাহক আলী মালিথা ২৮৫৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি’র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন পেয়েছেন ২১৭০ ভোট। শনিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে ঈশ্বরদী পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পৌরসভা নির্বাচনে ৩ জন মেয়রসহ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭ জন। পৌরসভার মোট ভোটার ছিল ৫৫ হাজার ৫৬৮ জন। এরমধ্যে পুরুষ ২৭ হাজার ২৪১ জন ও নারী ভোটার ২৮ হাজার ৩২৭  জন। ভোটকেন্দ্র ছিল ১৯টি। বুথের সংখ্যা ১৫২ টি।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …