রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ঈশ্বরদী ইউনিয়নে আবুল কালাম আজাদ এমপিকে সংবর্ধনা

ঈশ্বরদী ইউনিয়নে আবুল কালাম আজাদ এমপিকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক,লালপুর:
নাটোরের লালপুরে ২নং ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে নাটোর—১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদ কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার গৌরীপুর স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইলিয়াস মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর—১ (লালপুর—বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এসময় সংসদ সদস্য তার বক্তব্যে বলেন আমি এমপি থাকা সময় লালপুর উপজেলাকে শতভাগ বিদ্যুৎতায়ন করেছিলাম। বর্তমানে এই ইউনিয়নসহ উপজেলার রাস্তাঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নায়নে দলমত নির্বিশেষে কাজ করতে চাই।

বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাবনি সুলতানা, মোহরকয়া ডিগ্রি পাস অনার্স কলেজের অধ্যাপক আমজাদ হোসেন, লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান সরল প্রমুখ।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …