নিজস্ব প্রতিবেদক, পাবনা:
ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা বলেছেন, জনগণকে আমি কোন প্রতিশ্রুতি দিতে চাই না, উন্নয়নমূলক কাজ করেই ঈশ্বরদীকে মডেল পৌরসভায় রূপান্তর করতে চাই।
সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজি-দখলদারিত্ব প্রশ্রয় দেয়া হবেনা। শহরের রাস্তাঘাট, স্কুল-কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিতের মাধ্যমেই ঈশ্বরদীকে উন্নত ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই। মডেল পৌরসভার স্বপ্ন বাস্তবায়ন করতে আগামী ১৬ জানুয়ারি নির্বাচনে ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করুন। শনিবার বিকেলে ঈশ্বরদী পৌরসভা ৫নং ওয়ার্ডের লোকোসেট মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ইছাহক আলী মালিথা এসব কথা বলেন।
পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম ফরিদ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনো, শ্রম বিষয়ক সম্পাদক সেলিম বিশ্বাস,উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মুরাদ মালিথা, সাঁড়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান হোসেন।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …