বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / ঈশ্বরদীতে ২৪ ঘন্টার মধ্যে অস্ত্র ও গুলি উদ্ধার

ঈশ্বরদীতে ২৪ ঘন্টার মধ্যে অস্ত্র ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদারের বাড়ি থেকে চুরি হওয়া শটগান ও গুলি ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে । বৃহস্পতিবার উপজেলা সদরের বাবুপাড়া এলাকার একটি বাগান থেকে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার সকালে ঘুম থেকে চেয়ারম্যান উঠে দেখে ঘরের দরজা খোলা। ঘরজুড়ে বিভিন্ন আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। আলমারির মালামাল বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আলমারিতে রাখা লাইসেন্স করা শটগান, গুলি ও সোনা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনার পর থেকে পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালায়। এরপর সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত রফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে স্বপন বিশ্বাস (৪৫) কে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা সদরের বাবুপাড়া এলাকার একটি বাগান থেকে একটি বাগান থেকে বাজারের ব্যাগে মোড়ানো অবস্থায় একটি শটগান ও ৩১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …