শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ঈশ্বরদীতে ২০ ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রী কার্যালয়ের উন্নয়ন সহায়তা

ঈশ্বরদীতে ২০ ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রী কার্যালয়ের উন্নয়ন সহায়তা

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের বরাদ্দে বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় পাবনার ঈশ্বরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে ২০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি তুলে দেন পাবনা-৪ আসনের সাংসদ নুরুজ্জামান বিশ্বাস।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, প্রকৌশলী এনামুল হক কবির, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সিনিয়র সাংবাদিক খন্দকার মাহবুবুল হক দুদু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ও বিনামূল্যে এসব বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা চেষ্টা করছে পর্যায়ক্রমে আরো সহায়তা প্রদানের।

আরও দেখুন

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …