মঙ্গলবার , নভেম্বর ১৯ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীতে কাভার্ড ভ্যান ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ১৩ ডিসেম্বর সোমবার সকাল ১১ টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া-রাজশাহী মহাসড়কের সড়াইকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে ।

নিহতরা হলেন, ঈশ্বরদী সড়াইকান্দি ফতেপুর গ্রামের মৃত: আফের সরদারের ছেলে মো. সেলিম সরদার (৪৫) এবং নাটোর জেলার লালপুর উপজেলার তিলকপুর গ্রামের আব্দুল গণির ছেলে মো: রাকিব ( ৩৫)।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল বাশার জানান, দাশুড়িয়া অভিমুখী সুন্দরবন গ্রুপের একটি কাভার্ড ভ্যান যাওয়ার পথে সড়ইকান্দি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অটো ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হয় গুরুতর আহত হন অপর একজন।
খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

এ সময় ঐ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানযটের সৃষ্টি করে। পরে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। উপস্থিত জনতা ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করলেও চালকরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে।

আরও দেখুন

নাটোরের লালপুরে ঠিকাদারের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,, নাটোরের লালপুরে মজিবর রহমান (৫৫) নামে এক ঠিকাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। …