নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীতে কলা বোঝাই একটি ট্রাক উল্টে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৬ জন গুরুতর আহত হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) রাত ১১টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের চড়গড়গড়ি পশ্চিমপাড়ায় (হুদিপাড়া) এ ঘটনা ঘটে।
নিহত ৩ জন হলেন ঈশ্বরদীর লক্ষিকুন্ডার ইউনিয়নের দাদাপুর গ্রামের ফয়েজ আলী প্রামানিকের ছেলে জুব্বার হোসেন(৬৫), মৃত কাশেম আলী শাহের ছেলে মতিয়ার রহমান(৪৫) এবং জয়পুরহাট জেলার শুকুর আলী(৪৫)।
স্থানীয় যুবক সোহেল জানান, চরগড়গড়ি থেকে কলা কিনে ব্যাপারী ও শ্রমিক ৯জন ট্রাকে বোঝায় করে বাড়ি ফিরছিলেন এ সময় হুদিপাড়ার কাছে এলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৩ শ্রমিক মারা যায়।
সোহেল আরো জানান , মুমুর্ষু অবস্থায় ৬ জনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকের চালক এ সময় পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে
আরও দেখুন
গুরুদাসপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর………………..জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে গুরুদাসপুরে দুইদিন ব্যাপী ৪৬তমবিজ্ঞান মেলার শুভ …