রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / ঈশ্বরদীতে সড়ক ঝড়ল ২ প্রাণ

ঈশ্বরদীতে সড়ক ঝড়ল ২ প্রাণ

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদী-পাবনা মহাসড়কে পাবনা সুগার মিলের সামনে সংঘঠিত সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং আহত হয়েছেন ৩ জন। নিহতরা হলেন আব্দুর রউফ জাহাঙ্গির (৫৭) এবং মনোয়ার হোসেন রনজু (৬৫)। শনিবার রাত সাড়ে নয়টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনার খবর ঈশ্বরদী হাইওয়ে পুলিশ নিশ্চিত করেছে।

স্থানীয়, হাইওয়ে পুলিশ ও সূত্রে জানা যায়, রাত সাড়ে নয়টার দিকে পাবনা হতে ঈশ্বরদী অভিমূখি একটি হাইয়েস পাবনা সুগার মিলের সামনের সড়কে দাঁড়ানো লোভেটের পিছনে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। লোভেটটি বিনষ্ট হওয়ায় রাস্তার উপর দাঁড় করিয়ে মেরামত করা হচ্ছিল বলে জানা যায়।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে আনা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রউফ জাহাঙ্গির ও মনোয়ার হোসেন রনজু মারা যায়। গুরুতর আহত অবস্থায় হাইয়েস চালক মামুন, তাজ ও রোহানকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদের বাড়ি পাবনা সদরের কুটিপাড়া এলাকায় বলে জানা গেছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …