রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈশ্বরদীতে ‘স্মার্ট কার্ড’ বিতরণ কর্মসূচীর উদ্বোধন

ঈশ্বরদীতে ‘স্মার্ট কার্ড’ বিতরণ কর্মসূচীর উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী (পাবনা):
২০১৯ সালের হালনাগাদকৃত নতুন ভোটারদের ‘স্মার্ট কার্ড’ বিতরণ কর্মসূচী ঈশ্বরদীতে শুরু হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) ঈশ্বরদী পৌরসভায় স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা।

এ সময় ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ রায়হান কুদ্দুস, পৌরসভা সচিব জহুরুল হকসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। মেয়র ইছাহক আলী মালিথা উদ্বোধনকলে নতুন ভোটারদের হাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দেন।

উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ রায়হান কুদ্দুস জানান, উপজেলায় মোট ১৩,৬৫০ জন নতুন ভোটারের মাঝে এই স্মার্ট কার্ড পর্যায়ক্রমে বিতরণ করা হবে। পৌর এলাকার ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণের মধ্য দিয়ে ঈশ্বরদীতে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হলো বলে জানান তিনি । পৌর এলাকায় প্রায় ২,১০০ জন নতুন ভোটার এই স্মার্ট কার্ড পাচ্ছেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …