নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীতে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ হয়েছে এক যুবক। মঙ্গলবার ৩০ নভেম্বর ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের গাঁমাথাল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ডোবায় এই ঘটনা ঘটে। নিখোজ যুবকের নাম মো: ইমন। সে একই ইউনিয়নের শাকরেগাড়ি এলাকার সিরাজুল প্রামানিকের ছেলে। নিখোঁজ ইমন সেনাবাহিনীতে প্রশিক্ষাণের জন্য সাঁতার শিখতে গিয়েছিল বলে জানা যায়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে তিন বন্ধু উক্ত ডোবায় সাঁতার শেখার জন্য নামে। মধ্যডোবায় গিয়ে ইমনের হাত থেকে জার্কিন সরে গেলে ইমন ডুবে যায়। পরে তার বন্ধুরা চেষ্টা করে তাকে উদ্ধার করতে পারে নাই। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলেও তাকে সনাক্ত করতে পারে নি ফায়ার সার্ভিস দল।
ঈশ্বরদী ওয়ার হাইজ ইন্সপেক্টর অপু কুমার মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিখোঁজ ইমনের সন্ধানে রাজশাহী থেকে ডুবুরি দল আসছে। রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ইমনের সন্ধান মেলেনি।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …