মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈশ্বরদীতে শামসুর রহমান শরীফ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

ঈশ্বরদীতে শামসুর রহমান শরীফ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী
জননেতা শামসুর রহমান শরীফ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার করোনা পরিস্থিতিতে বেকার হয়ে যাওয়া হতদরিদ্র ও নি¤œ্আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস কামরুন্নাহার শরীফের নির্দেশনায় চাল, বিস্কুট, মুড়ি, মাস্ক ও স্যানিটাইজার বেকার হয়ে যাওয়া মানুষের বাড়ি বাড়ি যেয়ে তুলে দেওয়া হয়। এফবিসিসিআইএর সাধারণ পরিষদের সদস্য সাকিবুর রহমান শরীফ এই কার্যক্রমের অর্খায়ন করেন। তিনি বলেন, ঈশ্বরদীতে দুই হাজার পরিবারের মধ্যে এসব খদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। দেশের এই কঠিন সময়ে আমরা শুধু ঈশ্বরদীতেই নয়, দেশের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালনা করব। যাতে দরিদ্র জনগোষ্ঠি নিরাপদে ও নিশ্চিন্তে ঘরে অবস্থান করতে পারে। সমাজের সকল স্তরের মানুষ দল-মত, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে ব্যক্তিগতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই দূর্যোগ মোকাবেলার জন্য তিনি আহব্বান জানিয়েছেন।

আরও দেখুন

সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *