মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / ঈশ্বরদীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু

ঈশ্বরদীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদীতঃ
ঈশ্বরদীতে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ সোমবার (৩ জানুয়ারি) এসএসসি পরীক্ষার প্রথম দিন কয়েকটি কেন্দ্র পরিদর্শনকালে কোথাও কোন অনিয়ম চোখে পড়েনি।

ঈশ্বরদী সরকারী সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রের দায়িত্বরত কেন্দ্র সচিব আয়নুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের অসৎ উপায় অবলম্বনের কোন সুযোগ নেই। কোন পরীক্ষার্থী বহিস্কারের ঘটনা ঘটেনি। তবে এ কেন্দ্রে ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবছর ঈশ্বরদীতে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৪ হাজার ৮৪০ জন। এসব পরীক্ষার্থীর মধ্যে এসএসসি ৩ হাজার, দাখিল ৪৭৫ ও ভোকেশনাল ৫২৭ জন। এবার উপজেলার ৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলো হচ্ছে সরকারী সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজ, ঈশ্বরদী গালর্স স্কুল এ্যান্ড কলেজ, পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলস উচ্চ বিদ্যালয়, পাকশী রেলওয়ে বালিকা উচ্চ বিদ্যালয়, বাঁশেবাদা বহুমূখী উচ্চ বিদ্যালয় ঈশ্বরদী ইসলামীয়া আলিম মাদ্রাসা ও টেক্সটাইল ভোকেশনাল কেন্দ্র।

আরও দেখুন

লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধেরাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত

নিজস্ব প্রতিবেদক রাজশাহী ,,,,,,,,,,রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে ভ্রাম্যমান আদালত …