শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুই শ্রমিক নিহত

ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুই শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ করা অবস্থায় চুল্লির উপর থেকে ছিটকে পড়ে দুই শ্রমিক নিহত এবং একজন মারাত্মক আহত হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিক ওই প্রকল্পের রোসেম কোম্পানিতে কর্মরত।

নিহত শ্রমিকরা হলেন ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররুপপুর ফটু মার্কেট এলাকার ওয়াছেব আলীর ছেলে মনি (৪০) এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের গাড়াদহ গ্রামের সন্তোষ চন্দ্র সরকারের ছেলে মাধব চন্দ্র সরকার (৪৪)। আহত ব্যাক্তির নাম ঠিকানা পাওয়া যায়নি।

জানা যায়, রুপপুর প্রকল্পের ২ নং চুল্লিতে তারা নির্মাণ কাজ করা অবস্থায় হঠাৎ ৩ জন ছিটকে নীচে পড়ে মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত অপর শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …