নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ধর্মকে ব্যবহার করে হেফাজতে ইসলামের তান্ডব ও রোববারের সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে স্বাধীনতা বিরোধী জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ঈশ্বরদীতে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ মার্চ) দুপুরে ঈশ্বরদী উপজেলা আ.লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে অবৈধ হরতাল ও মৌলবাদের বিরুদ্ধে নেতারা বক্তব্য দেন।
সমাবেশে বক্তরা বলেন, দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতে করতে বিএনপি, জামাত ও হেফাজতে ইসলামের লোকজন ষড়যন্ত্র করছে। অতীতের মতো আমরা সজাগ থেকে সরকার বিরোধী এই অপচেষ্টা আমরা প্রতিহত করবো।
ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক জিএস মাসুদ রানা, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ -সম্পাদক সজিব মালিথা, ঈশ্বরদী পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন নয়ন, যুবলীগ নেতা মিজান মালিথাসহ সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা মিছিল এবং সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …