নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী
স্বাধীন বাংলাদেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সোমবার ঈশ্বরদীতে পালিত হয়েছে। উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটি দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সকালে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। উপজেলার সভাপতি শিরফান শরীফ তমাল, পৌর সভাপতি আলাউদ্দিন বিপ্লব ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটনের নের্তৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সকল পর্যায়ের নেতা ও কর্মী। এসময় জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাসসহ বিপুল সংখ্যক নেতা ও কর্মি উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য শামসুর রহমান শরীফ এমপি’র সুস্থ্য জীবন ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …