রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈশ্বরদীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈশ্বরদীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীর  মুলাডুলী ইউনিয়নের নিকরহাটা গ্রামে  রায়হান মোল্লা (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ৭ অক্টোবর ঘটনার সত্যতা স্বীকার করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার।মৃত মোল্লা রায়হান ঈশ্বরদী উপজেলার মুলাডুলী ইউনিয়নের নিকরহাট গ্রামের আব্দুল কাদের মোল্লার ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানান, দুপুরে গাছের সাথে যুবকের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার মুলাডুলি নিকরহাটা এলাকা থেকে মরদেহটি পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, একটি গাছের সঙ্গে ওই কিশোরের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …