নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
‘নো মাস্ক, নো ফ্রেন্ডস’ এই শ্লোগাণকে সমুন্নত করে মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা এবং জনসাধারণের মধ্যে সৃষ্টির লক্ষ্যে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় বিনামূল্যে এক হাজার পিস মাস্ক বিতরণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হয়।
রবিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেটের সামনে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম.ইমরুল কায়েস প্রচারাভিযানে অংশগ্রহন করেন।
এসময় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস করেনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রাথমিক সর্তকতা হিসেবে সাবান দিয়ে হাত পরিস্কার ও নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং ঘরে থাকার সরকারের নির্দেশনা মেনে চলার আহব্বান জানান।
বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা বিভিন্ন দলে ভাগ হয়ে বাজার এলাকার দোকানি, ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক পড়িয়ে দেন। এবং করোনা নিয়ে সচেতনতামূলক প্রচার চালান।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, আব্দুল খালেক, ফজলুর রহমান ফান্টু, আব্দুল আজিজ, তহুরুল হক মোল্লা, আব্দুল হাই চৌধুরী মনজু, কমরেড আব্দুর রাজ্জাক, পাকশীর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, হবিবুল ইসলাম হব্বুল, সিরাজ উদ্দিন বিশ্বাস, মুক্তিযোদ্ধার সন্তান রনি, সজিব, আলো, সাহিনা এসময় উপস্থিত ছিলেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …