সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঈশ্বরদীতে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের স্মারক সম্মাননা প্রদান করা হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস এমপি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন বিশ্ব ইতিহাসের অন্যতম মহানায়ক। সেরা মুক্তি সংগ্রামী, সেরা রাষ্ট্রনায়ক। জননন্দিত নেতা হিসেবে তার তুলনা ছিলেন তিনি নিজেই। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতার শত্রু সাম্প্রদায়িক অপশক্তি এবং বর্ণচোরাদের প্রতিহত করে তাদেরকে চূড়ান্তভাবে পরাজিত করাই আজকের দিনের শপথ।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস। 
বক্তব্য রাখেন, মক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা চান্না মন্ডল,  সাবেক কমান্ডার আব্দুল খালেক ও উপজেলা প্রকৌশলী এনামুল কবীর। সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার। 

স্থানীয় সকল বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের সকল কর্মকর্তা এবং বিপুল সংখ্যক সুধিজন এসময় উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …