নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদীঃ
ভিডিও ফুটেজ দেখে মোবাইল ফোন ও স্বর্নালংকার উদ্ধার করেছে পাকশী পুলিশ ফাঁড়ী। ঘটনার সাথে জড়িত আসামী সুমন (২৯) কে পুলিশ গ্রেফতার করেছে।
পাকশী ফাঁড়ির পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, গত ২৬ ডিসেম্বর নতুন রূপপুর এলাকার আব্দুল খালেকের তার ছেলে তাসিন এর সুন্নতে খাৎনা অনুষ্ঠানের মধ্যে তার শোয়র ঘর হতে ১ টি মোবাইল ফোন ও ১ টি সোনার চেইন চুরি যায়। বাড়ীতে ভিডিও ফুটেজে দেখে আসামীকে খোজাখুজি করে না পেয়ে আঃ খালেক বাদী হয়ে ঈশ্বরদী থানায় অভিযোগ করেন। ঈশ্বরদী থানা পাকশী ফাঁড়িকে ঘটনা তদন্তের জন্য দায়িত্ব প্রদান করে।
ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম ভিডিও ফুটেজের ছবি ও মোবাইল ফোনের লোকেসন ট্রাকিং করে সাদীপুর এলাকার আলাউদ্দিনের পুত্র আসামী সুমন (২৯)কে গ্রেফতার করে। এসময় সুমনের নিকট হতে চুরি যাওয়া স্যামসাং মোবাইল ফোন উদ্ধার হয়।
এ ঘটনায় থানা গত ৩ জানুয়ারী ৩৭৯/৩৮০/৪১১ ধারায় মামলা দায়ের করে আসামীকে পাবনা কোর্টে চালান দেয়। পরে আসামীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ পূর্বক ১৬ জানুয়ারী গভীর রাতে তার ভাড়া বাসার টিভির ট্রলির ভেতর হতে চুরি যাওয়া লকেটসহ স্বর্নের উদ্ধার করা হয়।
আরও দেখুন
নাটোরে ধর্ষণ চেষ্টায় ১ জনের আটকাদেশ
নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর থানার লক্ষিপুর খোলাবাড়িয়া এলাকায় শিশু(০৭) কে ধর্ষন চেষ্টায় আব্দুর রহমান(১৭)কে ১০ …