শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / ঈশ্বরদীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ৫-১৯ জুন

ঈশ্বরদীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ৫-১৯ জুন

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষ্যে মঙ্গলবার এ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে এবং স্বাস্থ্য সম্মতভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শতভাগ সফল করার নিমিত্তে সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের প্রচারণার জন্য আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ আসমা খান। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলারা খাতুন, শিশু চিকিৎসক ডা: আব্দুল বাতেন, আরএমও ডা: শফিকুল ইসলাম শামিম, উপজেলা শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার ও প্রেসক্লবের সভাপতি স্বপন কুমার কুন্ডু। সঞ্চালনা করেন ডা: মশিউর রহমান মাসুদ।

জানা গেছে, আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ১৬৮টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত মোট (২৮,৯৪০ + ৩৯৯৫)=৩২,৯৩৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …