রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈশ্বরদীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ঈশ্বরদীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক, পাবনা:
ঈশ্বরদীর দু’টি সরকারি খাদ্য গুদামে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। চাল সংগ্রহের তালিকা তৈরীতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ৪০-৪৫টি মিলের বরাদ্দ বাতিল করে অবশেষে সোমবার এই কার্যক্রম শুরু হয়।

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নূরুজ্জামান এই কার্যক্রমের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ। আবুল কালাম আজাদ মিন্টু।

অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শহীদুল ইসলাম, ঈশ্বরদী গুগামের সংগ্রহ ও চলাচল কর্মকর্তা তারিকুল ইসলাম, মুলাডুলির ম্যানেজার ওমর ফারুক, চাউল কল মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান মালিথা, সাধারণ সম্পাদক জুলমত হায়দার, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, মিল মালিক রতন মহলদার প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সময় নূরুজ্জামান বলেন, বোরো মৌসুমে চাল সংগ্রহে কোন রকম অসাধুতা, ঘুষ, দুর্নীতি এবং মধ্যস্বত্তভোগী বরদাশত করা হবে না। ঈশ্বরদী খাদ্যগুদাম ও মুলাডুলি কেন্দ্রীয় গুদামে মোট ১৫ হাজার ১৬২ টন চাল সংগ্রহ করা হবে। চাল সংগ্রহের জন্য ৪২৫টি মিলের তালিকা তৈরীতে ইতোপূর্বে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক ঈশ্বদীর দু’টি গুদামে চাল সংগ্রহ এতেদিন স্থগিত রেখেছিলেন।

এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী জানান, তালিকায় অনিয়মের বিষয়ে ইতোমধ্যেই তিনটি কমিটি তদন্ত করেছে। তদন্তে ৪০-৪৫ টি মিলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই এই মিলগুলোর বিপরীতে বিভাজিত বরাদ্দ বাতিল করে অন্যান্যদের চাল সরবরাহের অনুমতি দেয়া হযেছে।

আরও দেখুন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বড়াইগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

  নিজস্ব প্রতিবেদক: শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে …