শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / ঈশ্বরদীতে বেশি দাম নেওয়ায় জরিমানা গুনল তিন প্রতিষ্ঠান

ঈশ্বরদীতে বেশি দাম নেওয়ায় জরিমানা গুনল তিন প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীতে ৩ হাজার ৪৫০ টাকা দামের চার্জার ফ্যান ৩ হাজার ৭০০ টাকায় বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া ভিন্ন ভিন্ন অভিযোগে আরও দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার বেলা ১১টায় উপজেলা সদরের রেলগেট এলাকায় জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলাম এই অভিযান চালান।

জহিরুল ইসলাম বলেন, জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) ক্ষমতাবলে ও জেলা প্রশাসকের নির্দেশনায় এই অভিযান চালানো হয়। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে ভিন্ন ভিন্ন অপরাধে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, ভোক্তা স্বার্থ রক্ষায় ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে।
জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে উপজেলা সদরের বাজারে বিভিন্ন ইলেকট্রনিকস ও পোষাকের দোকানে স্থানীয় থানা-পুলিশের সহযোগিতায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় চার্জার ফ্যানের সর্বোচ্চ খুচরা মূল্য ৩ হাজার ৪৫০ টাকার পরিবর্তে ৩ হাজার ৭০০ টাকায় বিক্রির অভিযোগে স্বর্ণা সুপ্ত ইলেকট্রনিকস নামের একটি প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই অভিযোগে স্টেশন রোডের এসি গ্যালারীকে ১০ হাজার টাকা ও বাজারের মনির প্লাজায় তৈরি পোষাক বিক্রেতা প্রতিষ্ঠান নবীন ফ্যাশানে বিক্রির অনুমতি নেই এমন ব্যান্ডের পোষাক বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় ঈশ্বরদী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …