শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / ঈশ্বরদীতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঈশ্বরদীতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীতে বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যু হয়েছে আলিম নামে  এক শিশুর। শনিবার সকালে এই ঘটনা ঘটে। আলিম ঈশ্বরদীর জয়নগর পূর্বপাড়া (আমসারদারী) আইতাল প্রাং এর নাতী ও দিয়াড় সাহাপুর নতুন হাট মোড়ের শরিফুল ইসলামের ৩ বছরের শিশুপুত্র।

ঘটনার বিবরণে জানা যায়, আজ ১২ জুন শনিবার সকাল ১১টা ৩০ মিনিটের সময় জয়নগর পুর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে সবার অগচরে একা একা খেলতে যায় আলিম। খেলার একপর্যায়ে  সে পানিতে ডুবে যায়। সবাই খোঁজা খুঁজির এক পর্যায়ে আলিমের নানী আলিমকে পানিতে ভাসতে দেখে। ডোবা থেকে তুলে আনার পর পল্লী চিকিৎসক আরিফুল ইসলাম জানান আলিম মারা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। সলিমপুর ইউনিয়নের  চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা ও ৪নং ওর্য়াডের মেম্বর আসাদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা স্বীকার করেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …