রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈশ্বরদীতে বিনামূল্যে বীজ ও সার পেলেন প্রায় চার হাজার কৃষক

ঈশ্বরদীতে বিনামূল্যে বীজ ও সার পেলেন প্রায় চার হাজার কৃষক


নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্যান নার্সারির মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও আতিয়া ফেরদৌস কাকলি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মিতা সরকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক লীগের যুগ্ম আহব্বায়ক মুরাদ মালিথা ও কৃষি সম্প্রসারণ অফিসার মাহমুদ আলম খান ও পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুনর রশীদ। সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সুজন রায়।

পরে মোট ৩ হাজার ৭ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার এবং একটি হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …