রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / ঈশ্বরদীতে বিনম্র শ্রদ্ধায় জেল হত্যা দিবস পালন

ঈশ্বরদীতে বিনম্র শ্রদ্ধায় জেল হত্যা দিবস পালন


নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:

সারাদেশের ন্যায় ঈশ্বরদীতে বিনম্র শ্রদ্ধায় জেল হত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয়, দলীয় ও সহযোগী সংগঠনের পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, বীর মুক্তযোদ্ধা রশীদুল্লাহ পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, সাধারন সম্পাদক ইছাহক আলী মালিথা,উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাস, সেচ্ছাসেবকলীগ নেতা কবির আলী হিরু, আব্দুল খালেক, যুব নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস ও যুবলীগ নেতা নয়ন প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীনতা বিরোধী বিপথগামী কুচক্রীমহল ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান ও তাজউদ্দীন আহম্মদকে গুলি করে নির্মম ভাবে হত্যা করে ইতিহাসের কলঙ্কের অধ্যায় সৃষ্টি করে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …