শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের প্রাণহানি

ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদীঃ

ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী উত্তরপাড়া গ্রামে সকাল দশটার দিকে বিদ্যুতের লাইন মেরামতের সময় আব্দুল বারী মালিথা (৫৫) বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। ঝড়ে বিদ্ধস্থ হওয়া এগার হাজার কেভি লাইনের তারে জড়িয়ে তার প্রাণহানি ঘটেছে। পেশায় রাইচ মিলের ড্রাইভার আব্দুল বারী ভাড়ইমারী স্কুলপাড়ার মৃত হারেজ উদ্দিন মালিথার পুত্র বলে জানা গেছে।

স্থানীয় কাজল সরদার জানান, সকালে বারী স্থানীয় একটি রাইচ মিলে কাজ করতে গেলে উত্তরপাড়ার নুর আমিন প্রামাণিকের ছেলে পিয়াস তাদের বাড়ির বিদ্যুৎ লাইন মেরামতের জন্য ডেকে নিয়ে যায়। বুধবার দিবাগত রাতের ঘূর্ণিঝড়ে ওই এলাকার পল্লী বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে গিয়েছিল। মেরামতের সময় ১১ হাজার কেভি এই লাইনের তারে বারী জড়িয়ে পড়ে। স্থানীয়রা এসময় বাঁশ দিয়ে ধাক্কা দিয়ে তার থেকে মুক্ত করে দ্রুত তাকে ঈশ্বরদী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আব্দুল বারীর ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। ঈদের পূর্ব মূহুর্তে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …