সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / ঈশ্বরদীতে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

ঈশ্বরদীতে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ হোসেন (২২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মারমী গ্রামের মৃত ছবির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে দিয়ারসাহাপুর গ্রামে ইসরাফিল হোসেন নামের এক ব্যক্তির বাসার কাজ করছিলেন রাজমিস্ত্রী আকাশ। হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন  ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …